জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩
অনেকেই জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় সম্পর্কে জানেন না। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩ সম্পর্কে জানাবো। কিন্তু জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় বর্তমান সময়ে জাপান সরকার আরো সহজ করে দিয়েছে। জাপানের স্কলারশিপ পেতে হলে আমাদের আজকের আর্টিকেলটি সম্পন্ন করুন। আশা করছি সম্পন্ন করার পর আপনাদের অনেক অজান্ত তথ্য জেনে নিতে পারবেন।
দেশের স্টুডেন্ট হিসেবে অনেকেরই নেক্সট স্কলারশিপ নিয়ে জাপানে পড়াশোনা করার স্বপ্ন রয়েছে। কিন্তু জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩ নিয়ে কিভাবে কি করতে হবে সে সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। বর্তমানে এই আধুনিক যুগে এসে জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় সম্পর্কে জানতে তৃতীয় কোন ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আজকের এই পোস্টে জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩ এর সকল তথ্য (যেমনঃ মেক্সট কি, আবেদন করবেন কিভাবে, স্কলারশিপ পাওয়ার সুবিধাকে, কি কি যোগ্যতা প্রয়োজন হয় ইত্যাদি) জানতে পারবেন এই একটি আর্টিকেল এর মধ্যেই।
মেক্সট স্কলারশিপ কি? জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩
আমরা সবাই জানি জাপান উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। জাপান এতটাই উন্নত যে অন্যান্য দেশের নাগরিকরা জাপানে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য এবং উচ্চ বেতন চাকরির আশায় জাপান গিয়ে থাকে। জাপানে স্কলারশিপ পাওয়ার আগে সর্বপ্রথম মেক্সট স্কলারশিপ পেতে হবে। এটি একমাত্র স্কলারশিপ যার মাধ্যমে আপনি জাপানে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন।
জাপানের সরকার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত একটি স্কলারশিপ হচ্ছে মেক্সট স্কলারশিপ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীরা জাপানে পড়াশোনা করার সুযোগ পায় এই স্কলারশিপের মাধ্যমে এবং বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মেধাবির ছাত্র-ছাত্রীরা প্রতিবছরই একই স্কলারশিপ এর মাধ্যমে জাপানে গিয়ে পড়াশোনা করছে ও বিভিন্ন বিষয়ে গবেষণা করছে। মেক্সট স্কলারশিপ এর মাধ্যমে জাপানে পড়াশোনা করতে গেলে আপনার পড়াশোনায় কোন খরচ করতে হবে না। সম্পূর্ণ খরচ বহন করবে জাপান সরকার।
স্কলারশিপটির মাধ্যমে যদি আপনি জাপানে যান, তাহলে আপনি আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে কিংবা মাস্টার্স প্রোগ্রামে অথবা রিসার্চ প্রোগ্রামে বা পি.এইচ.ডি. প্রোগ্রামে পড়াশোনা করার সুযোগ।
এই স্কলারশিপের মাধ্যমে জাপানে পড়ালেখা করতে গেলে যেই যেই সুযোগ সুবিধাগুলো পাবেন তা হলোঃ আপনি যেখানে লেখাপড়া করবেন সেখানে আপনার টিউশন ফি ১০০% ফ্রি। আপনাকে কোনোপ্রকার টিউশন ফি দিতে হবে না।
মেক্সট স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা আছে? জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩
মেক্সট স্কলারশিপ যদি আপনি পান তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো জেনে রাখা ভালো। জাপানে স্কলারশিপ ২০২৩ পাওয়ার পরে যদি আপনি জাপানে আসেন তাহলে আপনার যে লিভিং কস্ট বা জীবিকার খরচ সেটি জাপান সরকার থেকে আপনাকে প্রদান করা হবে যদি আন্ডারগ্রাজুয়েশনে যান। জাপান গভারমেন্ট আপনাকে প্রতিমাসে বাংলাদেশী টাকায় প্রায় ৯০-৯৫ হাজার টাকা পর্যন্ত দিবে জীবিকার খরচ হিসাবে।
অন্যদিকে আপনি যদি পিএইচডি বা রিসার্চ প্রোগ্রামে জাপানে স্কলারশিপ নিয়ে আসেন তাহলে এই স্কলারশিপের জন্য জাপান সরকার এর পক্ষ থেকে আপনাকে বাংলাদেশি টাকায় প্রতিমাসে ১,০০,০০০-১১৫,০০০ টাকা পর্যন্ত দিবে। এটি আপনাকে দেওয়া হবে প্রতিমাসের লিভিং কস্ট বা জীবিকার খরচ হিসেবে।
এখানেই শেষ নয়, আপনি জাপানে আসবেন জাপানের যে প্লেন যাতায়াত খরচ হবে এবং এই প্লেন শেয়ার এবং প্লেন টিকিট খরচ যাও আপনার নিজের টাকা দিয়ে কিনতে হবে না। আপনি স্কলারশিপ পাওয়ার সুবাদে আপনার প্লেনের টিকিট খরচটাও ১০০ ফ্রি। আপনি পড়াশোনা শেষ করে জাপান থেকে বাংলাদেশে যে ফিরে আসবেন এই ফিরে আসার খরচ বা প্লেন ফেয়ার এটিও এই মেক্সট স্কলারশিপ আপনাকে প্রদান করবে। মোট কথা হচ্ছে, আপনি জাপান গভারমেন্ট এর খরচে এই স্কলারশিপের মাধ্যমে আপনি জাপানে গিয়ে পড়াশোনা করতে পারবেন।
আপনার পড়াশোনার জন্য কোন পরিমাণ টাকা নিজের পকেট থেকে খরচ করতে হবে না। এবং আপনি জাপানে আসবেন এবং জাপান থেকে যাবেন এই খরচটিও এই স্কলারশিপ প্রদান করবে। আপনি সম্পূর্ণভাবে জাপানে গিয়ে পড়াশোনা শেষ করতে পারবেন জাপানের সরকারের খরচ দিয়ে।
মেক্সট স্কলারশিপ এ কোন কোন বিষয় নিয়ে পড়া যাবে?
মেক্সট কলারশিপ পাওয়ার পর এখন কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন তা অবশ্যই জানা প্রয়োজন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা থাকবে আমাদের প্রশ্নের এই অংশ। সাধারণত বাংলাদেশি যে সাবজেক্ট গুলো রয়েছে সাইন আর কমার্স বা এসব সাবজেক্টগুলোতেই আপনি পড়াশোনা করতে পারবেন।
উদাহরণস্বরূপ- বিজনেসের বিষয়গুলো রয়েছে কিংবা ইকোনমিক্স থেকে শুরু করে বি,বি এর বিষয়গুলো নিয়েও আপনি পড়াশোনা করতে পারবেন জাপান। এ আপনি কমার্সের সাবজেক্ট একাউন্টিং থেকে শুরু করে সায়েন্স রিলেটেড যেসকল সাবজেক্ট গুলো রয়েছে যেমন- ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ অন্যান্য রিলেটেড সাবজেক্ট রয়েছে।
আপনি চাইলে মেডিকেলে পড়াশোনা করতে পারবেন এবং টেকনিক্যাল লাইনেও আপনি জাপানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। রিসার্চ এবং পিএইচ এর ক্ষেত্রে বাংলাদেশের যে সকল বিষয় রিসার্চ করা হয় বা গবেষণা করা হয়ে থাকে ওই সকল বিষয়ের উপর আপনি জাপানের রিসার্চ করার সুযোগ পাবেন।
মেক্সট স্কলারশিপের আবেদন করার যোগ্যতা – জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩
মেক্সট স্কলার্শিপ এর জন্য আবেদন করতে হলে আপনার কিছু যোগ্যতা প্রয়োজন হবে। জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩ এর নিবন্ধনের এই পর্যায়ে নিচের যোগ্যতাগুলো প্রয়োজন হবে।
- আপনি যদি মেক্সট স্কলারশিপের আন্ডার গ্রাজুয়েশন করতে আগ্রহী হন সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের ১২ বছরের পড়াশোনা শেষ করতে হবে মানে আপনার এইচএসসি পর্যন্ত পড়াশোনা বাংলাদেশের শেষ করতে হবে। এসএসসি এবং এইচএসসি (আর্টস কমার্সের জন্য) অবশ্যই আপনার জিপিএ ৪.৫ থাকতে হবে। ম্যাথমেটিক্স ও ইংরেজিতে রেজাল্ট এ প্লাস থাকতে হবে। যদি আপনি সাইন্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হয়ে থাকেন এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করতে জাপানে যেতে চান তবে অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসিতে ডাবল এ প্লাস থাকতে হবে এবং আপনার ম্যাথমেটিক্স এবং ইংরেজি থেকে শুরু করে সাইন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে প্লাস থাকতে হবে।
- মাস্টার্স এবং রিসার্চ প্রোগ্রামে কিংবা পিএইচডি প্রোগ্রামে জাপান স্কলার্শিপ নিয়ে পড়াশোনা করতে গেলে অবশ্যই প্রতি সাবজেক্টে ৬০% নাম্বার থাকতে হবে এবং আপনার বয়স ৩৫ এর নিচে হতে হবে। জাপানে মাস্টার্স পড়াশোনার জন্য ১৬ বছর পড়াশোনা শেষ করতে হবে। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে আপনার আঠারো বছর পড়াশোনা শেষ করতে হবে এবং রিসার্চ এর জন্য ১৬ বছর পড়াশোনা শেষ করতে হবে বাংলাদেশে। পড়াশোনার ক্ষেত্রে আপনার প্রত্যেকটি সাবজেক্টে ৬০% এর উপরে নম্বর থাকতে হবে।
- মাস্টার্স এবং রিসার্চ এর ক্ষেত্রে আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে আপনাকে সেটি হচ্ছে প্রতি সাবজেক্টে আপনার ৭০ নাম্বার তো থাকতেই হবে পাশাপাশি আপনি বর্তমানে বাংলাদেশের যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটি প্রফেসরের রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে এবং আপনার একটা রিসার্চ প্লান বা স্টাডি প্লান্ট লাগবে যেটার উপরে আপনার স্কলারশিপ পাওয়া নির্ভর করছে অনেক খানি।
পরিশেষে
আজ আমরা আলোচনা করেছি জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩ সম্পর্কে। আর্টিকেলটি মেক্সট স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও মেক্সট স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা আছে, মেক্সট স্কলারশিপের আবেদন করার যোগ্যতা, মেক্সট স্কলারশিপ এ কোন কোন বিষয় নিয়ে পড়া যাবে ইত্যাদি বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে আজকের আর্টিকেল জাপানে স্কলারশিপ পাওয়ার উপায় ২০২৩ এ। আশা করি, সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে উক্ত বিষয় সম্পর্কে কোন প্রশ্ন থাকবে না। যদি কোন মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।