পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে তুলনা (Comparison among Perfect Competition, Monopoly and Monopolistic Competition)
নিচে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে তুলনা ধরে হলো:
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
১. অসংখ্য ক্রেতা বিক্রেতা বিদ্যমান।
২. সমজাতীয় পণ্য বিদ্যমান।
৩. বাজারে নতুন প্রতিযোগীর অবাধ প্রবেশাধিকার রয়েছে।
৪. উৎপাদন প্রতিষ্ঠানে বা ফার্মে দ্রব্যটির চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল।
৫. বিজ্ঞাপন ব্যয় তথা বিক্রয় ব্যয় নেই।
৬. উৎপাদনের কাম্য অবস্থায়, প্রান্তিক ব্যয়, দামের সমান হয়। অর্থাৎ MC = P
৭. স্বল্পকালে ভারসাম্যবস্থায়, MC= MR =AR= P এবং ঢাল MR < ঢাল MC হয়।
৮. এ বাজারে অসংখ্য ফার্ম থাকায়, একজন বিক্রেতা বাজারের মোট যোগানের অতি অল্প যোগান দেয় বলে সে একক চেষ্টায় বাজারের দাম পরিবর্তন করতে পারে না। শুধু পূর্ব নির্ধারিত বাজার দামে (AR) সে যত থাকে। ইচ্ছা তত দ্ৰব্য বিক্রয় করতে পারে। তাই ফার্মের গড় আয় বা চাহিদা রেখা পূর্ণ স্থিতিস্থাপক এবং AR = MR P ভূমির সমান্তরাল হয়।
৯. বাজার তথ্য সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা জ্ঞাত।
১০. অন্যান্য বাজার থেকে কম খরচে উৎপাদন বেশি হয়।
১১. অন্যান্য বাজারের তুলনায় দাম কম থাকে।
১২. স্বল্পকালে স্বাভাবিক, অস্বাভাবিক ও ক্ষতি স্বীকার করলেও দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে।
১৩. অতিরিক্ত ক্ষমতা নেই।
১৪. সম্পদ ব্যবহারে দক্ষতা অর্জিত হয়।
১৫. ভোক্তার উদ্বৃত্ত বেশি থাকে।
একচেটিয়া বাজার
১. অসংখ্য ক্রেতা কিন্তু একজন মাত্র বিক্রেতা বিদ্যমান।
২. একটিমাত্র পণ্য কিন্তু এটির পূর্ণ বিকল্প পণ্য নাই ।
৩. নতুন প্রতিযোগীর প্রবেশ পথ রুদ্ধ।
৪.উৎপাদন প্রতিষ্ঠানে বা ফার্মে দ্রব্যটির চাহিদা রেখা নিম্নগামী।
৫. বিক্রয় খরচের গুরুত্ব অত্যন্ত কম। কেবল জনসংযোগের জন্যই বিজ্ঞাপনের প্রয়োজন হয়।
৬. উৎপাদনের কাম্য অবস্থায়, প্রান্তিক খরচ, প্রান্তিক আয়ের সমান হয়। অর্থাৎ MC = MR
৭. ভারসাম্যবস্থায়, MC = MR ও MR < AR =P এবং ঢাল MR < ঢাল MC হয়।
৮. একচেটিয়া কারবারি দ্রব্যের দাম এ বাজারেও চাহিদা রেখা বা AR সর্বোচ্চ মুনাফার আলোকে বাড়াতে বা কমাতে পারে। তাই তার গড় আয় বা চাহিদা রেখা নিম্নগামী হয়, ফলে MR রেখা, AR এর নিচে থাকে।
৯.বাজার তথ্য সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা পূর্ণভাবে জ্ঞাত নয় ।
১০. অন্যান্য বাজারের চেয়ে উৎপাদন অন্যান্য বাজারের চেয়ে উৎপাদন কম হয়।
১১. অন্যান্য বাজারের তুলনায় দাম বেশি থাকে
১২.স্বল্পকালে স্বাভাবিক, অস্বাভাবিক ও ক্ষতি স্বীকার করলেও দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
১৩.অতিরিক্ত ক্ষমতা নেই।
১৪.সম্পদ ব্যবহারে দক্ষতা অর্জিত হয় না।
১৫.ভোক্তার উদ্বৃত্ত কম থাকে।
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার
১.ক্রেতা ও বিক্রেতা অনেক কিন্তু অসংখ্য নয়।
২.পণ্যগুলো একই ধরনের হলেও অভিন্ন নয় ।
৩.নতুন প্রতিযোগীর প্রবেশে বাধা নেই।
৪.উৎপাদন প্রতিষ্ঠানে বা ফার্মে দ্রব্যটির চাহিদা রেখা নিম্নগামী।
৫.অতিরিক্ত ক্ষমতা থাকায় বিজ্ঞাপন
নেই।
৬.খরচ অত্যন্ত বেশি এবং এটি অপরিহার্য।
৭. ভারসাম্যবস্থায়, MC = MR ও MR < AR এবং ঢাল MR < ঢাল MC হয়।
৮.কাম্য অবস্থায়, বিক্রয় খরচসহ প্রান্তিক খরচ, প্রান্তিক আয়ের সমান হয়। অর্থাৎ MC = MR
৯.চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়। তবে একচেটিয়ামূলক প্রতিযোগিতায় চাহিদার স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় চাহিদা রেখার ঢাল একচেটিয়া কারবারের চাহিদা রেখার ঢাল হতে কম হয়ে থাকে।
১০. বাজার তথ্য সম্পর্কে ক্রেতা বিক্রেতা পূর্ণভাবে জ্ঞাত নয়।
১১.অন্যান্য বাজারের তুলনায় দাম বেশি থাকে।
১২.স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করলেও অবাধে প্রবেশের ফলে স্বাভাবিক মুনাফা অর্জন করে।
১৩.অতিরিক্ত ক্ষমতা আছে।
১৪.সম্পদ ব্যবহারে দক্ষতা অর্জিত হয় না।
১৫.ভোন্তর উদ্বৃত্ত কম থাকে।